English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

জায়েদ খানের জন্য সরে দাঁড়ালেন নিপুণ!

- Advertisements -

নাসিম রুমি: চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার ২০০৮ সালে ‘জমিদার বাড়ির মেয়ে’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর মাঝে ১৫ বছর কেটে গেলেও এ দু’জনকে একই সিনেমাতে আর দেখা যায়নি।

তবে তাদের একই ফ্রেমে বিভিন্ন সময় দেখা গেছে।

বর্তমানে তাদের সম্পর্ক সাপে-নেউলে। সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে কথা বলতে ছাড় দেন না তারা।

জায়েদ-নিপুণের দ্বন্দ্ব না মিটলেও দীর্ঘ ১৫ বছর ফের এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। বড় বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় কাজ করবেন তারা।

প্রযোজনা প্রতিষ্ঠানের বরাতে এমন খবর প্রকাশ হয়।

তবে এবার জানা গেল, জায়েদ খান থাকায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন নিপুণ। এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

এ নিয়ে নিপুণের ভাষ্য, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, সিনেমাটিতে নিপুণের শিক্ষিকার চরিত্রে অভিনয়ের কথা ছিল। তবে এতে জায়েদ খান আছেন জানতে পেরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে নিপুণ সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চুক্তির সাইনিং মানি বুধবার (২৭ ডিসেম্বর) তাদের ফেরত পাঠাবেন।

১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এ ইতিহাস।

সিনেমায় তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। সিনেমার প্রধান আট নায়কের বিভিন্ন চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট আশি জনের মতো অভিনয় শিল্পী এতে কাজ করবেন। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজিব বিশ্বাস।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন