English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

জাভেদের বক্তব্যে ফুঁসছেন পাক তারকারা, তীব্র সমালোচনা

- Advertisements -
পাকিস্তানের মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসীরা, যারা ২৬/১১-তে মুম্বাই হামলা করেছিল । প্রতিবেশী দেশে দাঁড়িয়েই এই অভিযোগ তুলেছেন বিখ্যাত গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। ভাইরাল হয়েছে সেই ভিডিও। জাভেদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন বলিউডের তারাকারা। প্রশংসা করেছেন দেশটির রাজনীতিবিদরাও। এমনকি পাকিস্তানের অনেকেও প্রশংসা করেছেন জাভেদের সাহসী বক্তব্যের। যদিও এমন মন্তব্যে বেজায় খেপেছেন একাধিক পাকিস্তানি তারকা। তাঁদের বক্তব্য, ‘ঘরে’ ঢুকে অসম্মান করেছেন জাভেদ। তাঁকে নিয়েই হৈচৈ  হবে কেন!
Advertisements

সম্প্রতি লাহোরে একটি সাহিত্য সমাবেশে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান জাভেদ আখতার। ওই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনি তো অনেকবার পাকিস্তানে এসেছেন। এখান থেকে ফিরে গিয়ে কি আপনি আপনার লোকদের বলবেন না যে এখানকার লোকেরা ভালো। তারা আপনাদের ওপরে বোমা না ছুঁড়ে ফুলের মালা আর ভালোবাসা নিয়ে স্বাগত জানায়! বলবেন এটা?’ জাভেদের উত্তর ছিল, ‘আমাদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয়। এতে কোনো সমাধান হবে না। পরিস্থিতি খুবই উত্তেজক। এটা কমানো দরকার। আমরা মুম্বাইয়ের বাসিন্দা। দেখেছি আমাদের শহরের ওপর কী ধরনের হামলা হয়েছিল। ওরা (জঙ্গিরা) কিন্তু নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। ওরা এখনো আপনাদের দেশে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভারতীয়দের মনে যদি ক্রোধ থেকে থাকে, আপনারা তাঁদের দায়ী করতে পারেন না।’

জাভেদের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের একটি শহরে দাঁড়িয়ে সে দেশের নাগরিকদের সামনে সাহসী মন্তব্যকে কুর্নিশ জানাচ্ছেন ভারতীয়রা। দেশে ফিরে জাভেদ দাবি করেন, ‘আমার মন্তব্য পাকিস্তানেও সমাদৃত হয়েছে। পাক নাগরিকরা হাততালি দিয়ে আমাকে সমর্থন করেছেন।’ তবে বিতর্কিত মন্তব্যের পরেও পাকিস্তানে আরো একটি অনুষ্ঠানে জাভেদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতেই চটেছেন সাবুর আলি, শান শাহিদ, আনুশে আশরাফের মতো পাকিস্তানের তারকা অভিনেতারা। তাঁদের বক্তব্য, পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে অপমান করেছেন জাভেদ। তার পরেও যাঁরা স্বাগত জানাচ্ছেন তাকে, তাঁদের আত্মসম্মান বলে কিছু নেই।

Advertisements

অভিনেত্রী সাবুর আলি একাধিক ইন্সটাগ্রাম স্টোরিতে জাভেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ‘কেউ আমার বাড়িতে ঢুকে আমাকে অপমান করছে আর আমরা আনন্দে মাতোয়ারা, তাঁর পায়ের কাছে বসে হাততালি দিচ্ছি! এটা লজ্জার।’ অভিনেতা শান শাহিদ বলেছেন, ‘গুজরাট দাঙ্গা নিয়ে নীরব কেন জাভেদ!’ আরেক অভিনেতা আনুশে আশরাফের বক্তব্য, ‘অতিথিকে সম্মান জানানো উচিত কিন্তু নিজের মান-সম্মান খুইয়ে নয়।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন