English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

জানে আলমের মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

নাসিম রুমি: ‘একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া’, ‘ইশকুল খুইলাছে’খ্যাত গানের পপ শিল্পী জানে আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের আজকের দিনে না ফেরার দেশে চলে যান তিনি। চার দশকেরও বেশি সময় ধরে কণ্ঠের জাদুতে মাতিয়ে রাখেন জানে আলম।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। গানের শুরুটা স্বাধীনতার পর পরই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়ে তৈরি হয় পরিচিতি। সে সময় পপ শিল্পী আজম খান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। পপ গানের মধ্যে ফোক ধাঁচ এবং অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা তার বৈশিষ্ট্য। মানুষের পছন্দের সাথে মিলিয়ে নতুন ধারা তৈরি করার জন্যই তার এমন গান করা।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা চার হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার। বাংলাদেশের অনেক পরিচিত শিল্পীই গেয়েছেন তার গান। তার সর্বশেষে অ্যালবাম ২৫টি গানের ‘জনতার শেখ হাসিনা’।

তার অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একটি গন্ধমের লাগিয়া’, ‘ইশকুল খুইলাছে’, ‘বৈশাখে তোমার সাথে হইলো আমার পরিচয়’, দিঘির জলে ঢিল মারিলে জলতরঙ্গ হইয়া যায়’, ‘কালি ছাড়া কলমের মূল্য যে নাই’ ইত্যাদি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন