নাসিম রুমি: আলোচিত-সমালোচিত টিভি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। পরিচিতিটা অভিনয় দিয়ে পেলেও পরবর্তীতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন উপস্থাপনায়। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন জয়।
শাহরিয়ার নাজিম জয় ২০১৪ সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন—যা অনেকবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি শেখ হাসিনার কাছে জমি চাওয়ার প্রসঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলের করা এক প্রশ্নের জবাবে, জয় বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো।’
তিনি বলেন, একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো। তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত।