English

14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

জন্মদিনে বচ্চন পরিবারের শুভেচ্ছা পেলেন না ঐশ্বরিয়া!

- Advertisements -

নাসিম রুমি: গত ১ নভেম্বর ৫১ বছর বয়সে পা দিয়েছেন সাবেক বিশ্ব সুন্দরী ও বচ্চন ঘরনী ঐশ্বরিয়া রাই। এদিন বলিউড পাড়ার অনেকেই নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে স্বামী অভিষেক বা বচ্চন পরিবারের কার পক্ষ থেকেই আসেনি কোনো শুভেচ্ছা বার্তা। যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন। তাহলে কি সত্যি বচ্চন পরিবারের সঙ্গে কি তাহলে সব সম্পর্ক চুকিয়েই ফেলেছেন ঐশ্বরিয়া ? প্রকাশ্যে অবশ্য বিষয়টি নিয়ে কেউই মুখ খোলেননি।

এতদিন পর্যন্ত বিশেষ এই দিনটিতে সমাজিক মাধ্যমে পোস্ট করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু, এবার তার ব্যতিক্রম হওয়ায় ভক্তদের মনেও বেশ কিছু প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। তবে গত অক্টোবরে ‘বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নাতনির সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

পুত্রবধূর জন্মদিনে তাকে শুভেচ্ছা না জানালেও সমাজিক মাধ্যমে ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউডের ‘শাহেনশা। আশ্চর্য জনকভাবে স্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট করেননি অভিষেকও। ফলে সম্পর্কের ফাটল সংক্রান্ত সন্দেহ জোরাল হয়েছে সিনেপ্রেমীদের মনে।

এছাড়া ঐশ্বরিয়া জন্মদিনে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাননি অমিতাভ কন্যা শ্বেতা এবং তার মেয়ে নভ্যা নভেলি নন্দাও।

ভক্তদের একাংশের অবশ্য দাবি, তারকা দম্পতির সম্পর্কের কিছুই শেষ হয়ে যায়নি। নিজেদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চাইছেন তারা। যদিও এই যুক্তি মানতে নারাজ অধিকাংশ নেটাগরিক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন