মহামারী করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে করোনার সংক্রমণ ও মৃত্যু, দুটোই বেশি। এরইমধ্যে ৪০তম জন্মদিন উদযাপনে পার্টি দিয়েছেন রিয়েলিটি শো তারকা কিম কার্দেশিয়ান।
টুইটারে তার বেশ কিছু ছবিও আপলোড করেছেন তিনি। কিম অবশ্য জানিয়েছেন, পার্টিতে যারা যোগ দিয়েছেন তাদের সবার কোয়ারেন্টাইন করা হয়েছিলএবং বেশ কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তবে এমন সময়ে পার্টি দেওয়াকে স্থানীয় সরকার থেকে শুরু করে নেটিজেনরা ভালোভাবে নেননি। করোনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। কাজ হারিয়ে আর্থিক চাপে পড়েছেন লাখ লাখ মার্কিনী। তাই এমন দুর্যোগের সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণকে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু এর মধ্যেই ব্যক্তিগত দ্বীপে পার্টি দিয়েছেন কিম।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন