English

33 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

জন্মদিনেও বিস্ফোরক স্বস্তিকা

- Advertisements -

স্পষ্টবাদী হিসেবে তার নামডাক আছে। বরাবরই নিজের মতামত হোক বা আবেগ, কোনও কিছুই প্রকাশ করতে আড়ষ্ট বোধ করেননি। ‘মেয়েদের বয়স বলতে নেই’—এমন প্রবাদকেও যে তোয়াক্কা করেন না, তা আরও এক বার বুঝিয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ১৩ ডিসেম্বর ৪৪ বছরে পা রাখলেন অভিনেত্রী। নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করলেন তিনি।

প্রসাধনী বলতে লিপস্টিক মাত্র। সঙ্গে বড় ফ্রেমের গোলাপি চশমা। চুলে উঁকি দিচ্ছে ধূসর ছায়া। তাই স্বস্তিকা লিখেছেন, “হে প্রিয়, তোমাকে ৪৪তম জন্মদিনের শুভেচ্ছা। এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে, আজ সেই রং রুপোর থেকেও উজ্জ্বল। তুমি হয়তো বলবে, এই চোখ দুটো ক্লান্ত। আমি ওই দু’চোখে অভিজ্ঞতা দেখতে পাই। চোখের নীচে কালি নয়, আমি সাফল্য দেখি।”

নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকের চেহারায় আসে নানা পরিবর্তন। তবে এই পরিবর্তন আগলে নিতে ও ভালবাসতে জানতে হয়। স্বস্তিকা বরাবরই নিজেকে ভালবাসার কথা বলে অনুপ্রেরণা জুগিয়েছেন তার অনুরাগীদের। বয়সের সঙ্গে মুখে তৈরি হওয়া বলিরেখাকেও ভালোবাসার কথা বলেছেন তিনি। অভিনেত্রী তার পোস্টে নিজেকেই নিজে লিখেছেন, “তুমি বলো বলিরেখা। আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে। আমি একজন শিল্পী, মা ও বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে। তুমি তোমার মতোই থাকো— দয়ালু, আন্তরিক, স্বচ্ছ ও সৎ। পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক, তুমি যেন এমনই থাকো।”

এই পৃথিবীতে দিনের শেষে প্রত্যেকে একা। তাই নিজেকে ভালোবাসার বিকল্প আর কিছু নেই। সেই বার্তাই রয়েছে স্বস্তিকার পোস্টে। তাই নিজেকেই জন্মদিনে অভিনেত্রী বলেছেন, “মনে রেখো, আমি তোমার সঙ্গে সব সময় আছি। তুমি না থাকলেও, আমি থাকব। শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের মাধুর্যের সঙ্গে আরও এগিয়ে যাও।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন