English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

- Advertisements -

দক্ষিণ কোরিয়ান মডেল-অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ২৬ বছর।

মঙ্গলবার অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি। যদিও তার মৃত্যুর কারণ জানা যায়নি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী, ইয়াং চাই-ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে। জীবদ্দশায় তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন। আশা করছি, ইয়াং চাই-ইয়ালকের জন্য আপনারা দোয়া করবেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে টিভি রিয়েলিটি শো ‘ডেবিল’স রানওয়ে’-তে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে। তবে নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। তার পরবর্তী  কে-ড্রামা সিরিজ ‘ওয়েডিং ইম্পসিবল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন