নাসিম রুমি: রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রতীক বুঝে নেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়।
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, মানুষ তাঁকে নায়ক হিসেবে ভালোবাসে। সেখানে জনপ্রতিনিধি হিসেবে তাঁকে কতটুকু ভালোবাসবে এবং কতটুকু আস্থার মধ্যে রাখবে, সেটা তিনি বলতে পারছেন না।
আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকা-১০ আসনে তাঁকে দলীয় প্রার্থী করেছে।
আরেক প্রশ্নের জবাবে ফেরদৌস আহমেদ বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো বলার মতো হওয়ার দরকার নেই। প্রতিদ্বন্দ্বী সব সময়ই প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী কখনো দুর্বল ভাবলে চলবে না। কারণ, ভোটকেন্দ্রে বুথের ভেতর গিয়ে কে কাকে ভোট দেবে, তা জানি না।’
ঢাকা- ১০ আসনে ফেরদৌসসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা হলেন ন্যাশনাল পিপলস পার্টি থেকে এ কে এম শামসুল আলম (আম), বিএনএফ থেকে বাহারানে সুলতান বাহার (টেলিভিশন), জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান (লাঙ্গল) ও সাংস্কৃতিক মুক্তিজোটের শাহরিয়ার ইফতেখার (ছড়ি প্রতীক)।