নাসিম রুমি: ঋতিক রোশনের বড় ছেলে রোহান রোশনের জন্মদিন ছিল শুক্রবার। এদিন অভিনেতার ছেলে ১৯ বছরে পা রেখেছেন। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঋতিক। অভিনেতার সেই পোস্টে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন সাবেক স্ত্রী সুজান।
শনিবার ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ঋত্বিক। ছবিতে দেখা যাচ্ছে, রোহান পরে রয়েছেন একটি কালো রঙের টি শার্ট, সঙ্গে কালো রঙের জ্যাকেট, ধূসর রঙের প্যান্ট। কোমরে হাত দিয়ে দূরে তাকিয়ে রয়েছে সে।
ছবিটি পোস্ট করে ঋতিক লিখেছেন, ‘তুমি সবদিক থেকে অসাধারণ বলে তোমাকে ভালোবাসি, তা নয়; আমার জীবনে তোমার থাকাই তোমাকে ভালোবাসার কারণ। জীবনে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে আমার, কিন্তু তোমার মতো এর আগে দুর্দান্ত মানুষ দেখিনি।’
অভিনেতা আরও লেখেন, ‘তোমার আগামী পদক্ষেপ কী হবে, তুমি জীবনে কতটা উন্নতি করতে পারবে, তা দেখে আমার ভালোবাসা বাড়বে না, কমবে না। তোমার জীবনে যতই সাফল্যে হোক বা ভুল আসুক, তোমার মূল্য আমার কাছে কখনো কমবে না। নিজেকে নিজের মতো গড়ে তোলো। এগিয়ে যাও। ১৯ তম জন্মদিনে তোমাকে অনেক শুভেচ্ছা।’
ঋতিকের এ পোস্টে মন্তব্য করেছেন অভিনেতার সাবেক স্ত্রী ও রোহানের মা সুজান। তিনি লিখেছেন, ‘খুব সুন্দরভাবে নিজের কথা প্রকাশ করেছো’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল হার্ট ও একটি হাত তোলা ইমোজি।
প্রসঙ্গত, ২০০০ সালের ডিসেম্বর মাসে বেঙ্গালুরুতে সাতপাকে বাঁধা পড়েছিলেন ঋতিক ও সুজান। ২০০৬ সালে বড় ছেলের জন্ম হয় এবং ছোট ছেলের জন্ম হয় ২০০৮ সালে। ২০১৩ সালে ঋত্বিকে ও সুজান আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং তার ঠিক পরের বছর ২০১৪ সালে তাদের ডিভোর্স হয়।
চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে ঋতিকের ‘ওয়ার ২’ সিনেমা। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমায় ঋত্বিকের পাশাপাশি রয়েছেন জুনিয়র এনটিআর।