নাসিমরুমি: পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে উন্মাদনার শেষ নেই ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর। সামনে আনার দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে বীরের নামে একটি ফ্যান পেজ খুলেছেন এ নায়িকা। এছাড়া নিজের ফেসবুকেও নিয়মিত সন্তানের ছবি প্রকাশ করেন তিনি।
সন্তানের কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। সেখানে ক্যাপ, সানগ্লাসে বেশ হিপহপ ঢঙে ধরা দিয়েছে বীর। তাকে ‘নতুন বাপজান’ উল্লেখ করে ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’
মুহূর্তেই বীরের ছবিগুলো লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের কেউ কেউ ‘ছোট খান’ বলেও সম্বোধন করেছেন শাকিব খান ও বুবলীর সন্তানকে।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন ফেসবুকে। তারপরই শুরু হয় আলোচনা সমালোচনা। সন্তানের বাবা কে এ নিয়ে প্রশ্ন ওঠে। সব প্রশ্নের উত্তর দেন বুবলী। সন্তানের ছবি প্রকাশ করে তিনি জানান, বীরের পিতা শাকিব খান। বিষয়টি শাকিবও স্বীকার করেন।