নাসিম রুমি: শাকিব খানকে নিয়ে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল কয়েক বছর আগেই ‘কবি’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। শুরুতে শাকিব খানকে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান এই নায়ক। এরপর সিনেমাটি লুফে নেন শরিফুল রাজ। তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।
‘কবি’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইধিকা। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রোমান্টিক-অ্যাকশনধর্মী এই সিনেমার অধিকাংশ গল্প এগিয়েছে কলকাতা শহর ঘিরে।
সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। বর্তমানে কলকাতায় এই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে কর্মশালা চলছে। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা যায়।
রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।