নাসিম রুমি: ছয় দিনের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শিশুটির নাম সাফিরা সুলতানা প্রিয়ম। আজ বৃহস্পতিবার (৯ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।
তিনি বলেন, ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’
দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল, আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি।’
মেয়ের ছবি আপাতত প্রকাশ করছেন না জানিয়ে পরীমণি বলেন, ‘ওর ছবি এখনই দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।’
ঢাকাই ছবির এই নায়িকা ‘গুণিন’ ছবির সেটে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট শাহীম মুহাম্মদ রাজ্য নামে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তবে বিয়ে বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটছে পরীমণির।