‘শামসেরা’ বক্স অফিসে সেভাবে সারা ফেলতে পারেনি, তবে তাতে কী! এবার রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার শুরু করছেন একসঙ্গে। শনিবার অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়াকে সঙ্গে নিয়েই ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে অংশ নেন রণবীর।
এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন আলিয়া বেবি বাম্প ঢাকতে ঢিলেঢালা পোশাক নয়, বাদামি রঙের টাইট ফিট র্যাপ ড্রেস পরেছিলেন। এরপরও আলিয়ার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যা পাপারাৎজির ক্যামেরায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে।
আলিয়া-রণবীরের এই ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বইছে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট। এরপর জুন মাসে আলিয়া তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলকে জানান।
এদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেও দিব্যি কাজ করে চলেছেন আলিয়া। হলিউডের ছবি ‘স্টোন অফ হার্ট’-এর শুটিং সেরে গত মাসেই মুম্বাই ফিরেছেন। তারপর দেশে ফিরে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংও করেছেন। সঙ্গে চলছে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘ডার্লিংস’-এর প্রচার।