তারকাবহুল ছবি ‘আরআরআর’ এর প্রচারণার জন্য ভারতের জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআরের নামই বদলে গেছে। পিভিআর (PVR) তাদের লোগোও পাল্টে ফেলেছে। নতুন নাম পিভিআরআরআর (PVRRR)। ছবিটি পরিচালনা করেছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। ভারত জুড়ে পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ভারতের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থা PVR কে ডাকা হবে PVRRR নামেই। ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম একটি ছবির জন্য কোনও সংস্থা তার নাম পরিবর্তন করেছে।
‘আরআরআর’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ। সঙ্গে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অজয় দেবগণকেও দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন