English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

চোখের পাপড়ি ঝরে যাচ্ছে হিনার

- Advertisements -

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। জানা যায়, স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন হিনা।

তবে ক্যানসারের কাছে এতটুকু হার মানেননি তিনি। বরং সুস্থ জীবনে ফিরে আসতে লড়াই করে যাচ্ছেন হিনা। অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়। সেখানে নানান পোস্টের মাধ্যমে সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে ক্যানসার থাবা থেকে মুক্তি পেতে নিয়মিত চিকিৎসা করছেন হিনা। কেমোথেরাপিও চলছে অভিনেত্রীর। প্রথম কেমো নেওয়ার পর পরই মাথার সব চুল কামিয়ে ফেলেন তিনি। এবার জানা গেলো, চোখের সব পাপড়িও ঝরে যাচ্ছে হিনার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কেমোথেরাপি আর শুটিং একইসঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী। পাশাপাশি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে এই কঠিন লড়াইয়ের আপডেটও দিচ্ছেন ভক্তদের।

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি শেয়ার করে কেমোথেরাপির পর নিজের শারীরিক অবস্থার কথা জানালেন হিনা। সেখানে অভিনেত্রী বলেন, কেমোর কারণে কেবল চুল নয়, তার চোখের প্রায় সব পাপড়ি ঝরে যাচ্ছে। ওই ছবিতে দেখা যায় তার চোখের মাত্র একটি পাপড়ি অবশিষ্ট আছে। এমনকি ভ্রুর চুলও উঠে গেছে তার।

ক্যাপশনে হিনা লিখেছেন, আমার অনুপ্রেরণার সাম্প্রতিক উৎস কী? একসময় আমার চোখের সৌন্দর্য বাড়াত আমার পাপড়ি। জিনগতভাবেই আমি লম্বা এবং ঘন চোখের পাপড়ি পেয়েছিলাম। তবে এখন মাত্র একটি চোখের পাপড়ি অবশিষ্ট আছে। এই একা টিকে থাকা চোখের পাতা আমার সঙ্গে লড়াই করেছে। কেমোর এই সময়ে চোখের এই একটিমাত্র পাতা আমার অনুপ্রেরণা। এই সবকিছুর শেষে কী হবে?

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন