English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

চেহারা পরিবর্তন নিয়ে সামিরা খান মাহির জবাব

- Advertisements -

‘মানুষকে নিয়ে মজাটা নিতে পারলে হয়তো আপনাদের ভালো লাগে। আপনারা বুঝতে পারছেন না, যাকে নিয়ে আপনারা হাসি ঠাট্টা করছেন, সেটা অন্য একজনের দুর্বল দিক, উদ্বেগের কারণ হতে পারে!’

কিছুটা আক্ষেপের সুরেই কথাগুলো বলেছেন সময়ের আলোচিত টিভি অভিনেত্রী সামিরা খান মাহি। যিনি নিজের অভিনয় ক্যারিয়ারের পথ আমূল বদলে ফেলেছেন। একের পর এক ব্যতিক্রমধর্মী নাটকে কাজ করে কুড়িয়ে নিয়েছেন প্রশংসা।

কিন্তু ফেলে আসা অতীতের একটি বিষয় নিয়ে সম্প্রতি তাকে সহ্য করতে হচ্ছে সমালোচনা, আপত্তিকর আক্রমণ। সামিরা খান মাহির দাঁতে কিছু জটিলতা ছিলো। যেহেতু এটার সমাধান তার হাতের নাগালেই ছিলো, তাই তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। ব্রেসেসের (দাঁতের পাটি সামঞ্জস্য করার প্রক্রিয়া) মাধ্যমে নিজের চেহারার শ্রী বাড়িয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় মাহির আগের ও বর্তমান রূপের ছবি নিয়ে অনেকে তুলনামূলক পোস্ট করছেন বলে জানান অভিনেত্রী। কেউ হাসি-ঠাট্টা করছেন, কেউ মাতছেন নিন্দায়। সেসব নেটিজেনের উদ্দেশ্যে সরব হলেন তিনি। তার ভাষ্য, ‘আমি যে ব্রেসেস করেছিলাম, এটা তো সবাই জানে। আমার সব ছবি-ভিডিও সব জায়গায় আছে, সেটা নিয়ে এত কথা বলার কী আছে? সব থেকে বড় কথা হচ্ছে যে, একটা মানুষ যদি বেটার অপরচুনিটিস, পায় তাহলে সে সেটা কেন একসেপ্ট করবে না? এটাতে খারাপের কী আছে?’

মাহি মনে করেন, শোবিজে কাজের ক্ষেত্রে তাকে সুশ্রী দেখানো জরুরি। তাছাড়া নিজের আত্মতুষ্টির বিষয় তো রয়েছেই। তিনি বললেন, ‘সবাই চায় মানুষের সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে, আমিও সেটাই করেছি। তাছাড়া মানুষ পরিবর্তনশীল; ছোটবেলায় মানুষ নিজের প্রতি অনেক যত্নবান হয় না। তাই অন্যরকম দেখায়। যখন মানুষ বড় হয়, নিজের প্রতি যত্নবান হতে শেখে, তখন তার অনেক কিছুই পরিবর্তন হয়। তাছাড়া আমি যে সেক্টরে কাজ করি, সেখানে অভিনয়ের পাশাপাশি নিজেকে ভালো দেখানো খুব জরুরি। আমি যেটাই করেছি, আমার কাজের জন্য করেছি; তাহলে কী প্রবলেম হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না।’

যারা অকারণ ট্রল করছেন, তাদের উদ্দেশ্যে মাহির স্পষ্ট বক্তব্য, ‘আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন করেছি, অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিজেদের মানসিকভাবে বদলে সুন্দরভাবে জীবন যাপন করুন।’

বিতর্ক-সমালোচনা নিয়ে মাহি যে পোস্ট দিয়েছেন ফেসবুকে, তা কিছুক্ষণ পর আবার মুছে দেন। বিষয়টি নিয়ে জানার জন্য তাকে কল করা হয়। তবে ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।

সামিরা খান মাহিকে বর্তমানে দেখা যাচ্ছে ‘হ্যালো লেডিস’ নামের একটি ধারাবাহিকে। ইমরাউল রাফাত পরিচালিত এই সিরিয়ালে তার সঙ্গে আরও আছেন তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, মাহিমা, সামান্তা, রিসা প্রমুখ। এটি অন্তর্জালে প্রচার হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন