দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। সংগীত পরিবেশনায় প্রতিনিয়ত ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখছে দলটি। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘চিরকুট’ ভাঙার গুঞ্জন।
আজ বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ‘চিরকুট’ ব্যান্ড ছেড়ে দিচ্ছেন দলটির অন্যতম সদস্য ও সংগীতশিল্পী ইমন চৌধুরী।
বিকালে ফেসবুকের একটি পেইজে ইমন চৌধুরীর ছবি দিয়ে পোস্ট করা হয়, ‘হয়ত চিরকুট ব্যান্ডের সাথে ইমন চৌধুরীকে আর দেখা যাবে না।’ এমন তথ্যে নড়েচড়ে বসেন নেটিজেনরা। বিশেষ করে ‘চিরকুট’ ভক্তরা এমন তথ্যে বেশ বিস্মিত হন।
ইমনের ‘চিরকুট’ ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে দলটির প্রধান শারমিন সুলতানা সুমি গণমাধ্যমকে বলেন, ‘এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আমরা একসঙ্গে ১৩-১৪ বছর ধরে কাজ করছি। ও এখন একটু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিধায় আমরা ইমনকে বিরক্ত করছি না। ও নিজের মতো কাজ করুক। তার প্রজেক্টগুলো শেষ হলে আমরা সবাই আবার এক হয়ে ব্যান্ডে কাজ করব।’