নাসিম রুমি: ঢাকাই সিনেমার প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে।
তার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি। তিনি বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন।
আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
জানা গেছে, গেল ছয়দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন অঞ্জনা।
মনি বলেন, আম্মুর প্রায় ১৫ দিন আগে থেকে জ্বর শুরু হয়। এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন।
এরপরই আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।
অঞ্জনা রহমানের শারিরীক অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, চিকিৎসরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আপাতত হাসপাতালেই থাকতে হবে। আরও কিছু টেস্ট করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে।