শুভ্র দেব। নব্বই দশকের দেশের সংগীতাঙ্গনে অসংখ্য শ্রোতাপ্রিয় এক কণ্ঠশিল্পীর নাম। একাধারে তিনি একজন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং কম্পোজার।
সর্বশেষ ‘ককটেল’সহ এ পর্যন্ত ২৭টি অ্যালবাম প্রকাশ হয়েছে তার। তবে গত কয়েক বছর ধরে তার সেই আগের দাপুটে উপস্থিতি আর পাওয়া যাচ্ছে না। তবে ভক্তদের জন্য সুসংবাদ দিলেন জনপ্রিয় এই শিল্পী।
নতুন গান নিয়ে ফিরছেন জনপ্রিয় এই গায়ক। চার বছর পর প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গানচিত্র। ‘গার্লফ্রেন্ড’ শিরোনামের গানটির কথা-সুর ও সংগীত সবই তার। সম্প্রতি রাজধানীর একটি রিসোর্টে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
গানচিত্রটির শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ্রদেব ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনে সবচেয়ে কঠিন শুটিং। আমি জানি আমার ‘গার্লফ্রেন্ড’ নিয়ে অনেক কথা হবে, কিন্তু আমি পেশাদার গায়ক তাই এতো পরিশ্রম করেছি!
তিনি আরও জানান, ‘প্রায় বছর খানেক সময় নিয়ে গানটি তৈরি করেছেন। এর অর্ধেক কাজ হয়েছে আমেরিকায় এবং বাকিটুকু বাংলাদেশে। নিডো খানের নির্দেশনায় এতে তার বিপরীতে সহশিল্পী হিসেবে দেখা যাবে ইশরাত তিথিকে।’
জানা যায়, অনুপম মিউজিকের ব্যানারে নির্মিত গানচিত্রটি ঈদের আগেই প্রকাশ পাবে।