English

17 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

চার দিনের পরিচয়, এক ঘণ্টার সিদ্ধান্ত; বিয়ে করলেন অভিনেত্রী এমিয়া এমি

- Advertisements -

বিয়ে করেছেন অভিনেত্রী ও মডেল এমিয়া এমি। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছের কয়েকজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এমিয়া এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।

তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।
বিয়ে প্রসঙ্গে এমি বলেন, ‘আমাদের কমন বন্ধুর মাধ্যমে পরিচয়। তা-ও সেটা চার দিনের,পরিচয়ের পাঁচ দিনের মাথায় আমাদের দুজনের মনে হয়েছে, আমরা সারা জীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করেছি আমরা। তাই সবাইকে সেভাবে বলতে পারিনি। ইচ্ছে আছে শিগগিরই বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান করার। তখন সবাইকে দাওয়াত করার পরিকল্পনা আছে। ’
এমি বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারা জীবন যেন এটা বজায় থাকে। ’

মধুচন্দ্রিমা প্রসঙ্গে এমি বলেন, ‘ফাহেয়াজ শাহরুখ ইংল্যান্ডে চলে যাবে। তাই সেভাবে হানিমুনের এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। তবে ইচ্ছে আছে আমাদের হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার। ’

এমিয়া এমি মডেল ও অভিনেত্রী। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে তাঁকে দেখা গেছে। এ সিনেমাটি সংকটের বাজারে বেশ সাড়া ফেলেছিল।  তারপর এমির মিডিয়ায় উপস্থিতি কমে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন