English

30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
- Advertisement -

চারুর পোশাক ব্যবসা নিয়ে কোন সত্য প্রকাশ্যে আনলেন সুস্মিতা সেনের ভাই

- Advertisements -

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড সেনসেশন সুস্মিতা সেনের সাবেক ভ্রাতৃবধূ অভিনেত্রী চারু আসোপাকে সম্প্রতি সামাজিক মাধ্যমে পোশাক বিক্রি করতে দেখা গেছে। তিনি মুম্বাইয়ে পোশাক বিক্রি করতে গিয়ে ভীষণ কষ্টে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। তাই অভিনেত্রী মেয়ে জিয়ানাকে নিয়ে মুম্বাই ছাড়তে বাধ্য হন। আপাতত তিনি রাজস্থানের বিকানেরে ফিরে গেছেন। চারুর জন্ম ও  বেড়ে ওঠা সেই বিকানেরে শহরে।

সাবেক বিশ্বসুন্দরীর ভাইয়ের বউ অনলাইনে রাজস্থানি পোশাক বিক্রি করছেন, এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল বলিপাড়া। চর্চা বাড়তেই মুখ খুললেন চারুর সাবেক স্বামী রাজীব সেন। তিনিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, চারু যতটা দেখাচ্ছেন ততটা দরিদ্র তিনি নন। সুস্মিতার ভাইয়ের দাবি— প্রমোদতরীতে ভ্রমণের সামর্থ্য রাখে চারু।

কেবল এই একটি মন্তব্য করেই চুপ করে থাকেননি রাজীব। তিনি বলেন, একমাত্র কন্যা জিয়ানাকে তার থেকে সরিয়ে রাখার কৌশলও রপ্ত চারুর। চারু মেয়েকে নিয়ে রাজস্থানে— এই খবর জেনে দিল্লি থেকে সাবেক স্ত্রীকে ফোন করেছিলেন তিনি। মেয়েকে দেখতে চেয়েছিলেন। চারু নাকি তাতে উচ্চবাচ্য করেননি।

অথচ সামাজিক মাধ্যমে চারু জানিয়েছেন, তার শহরে রাজীবকে স্বাগত। শুধু এদিন নয়, বিচ্ছেদের পর থেকেই মেয়েকে নাকি বাবার কাছে ঘেঁষতে দেন না তিনি। আফসোস করে রাজীব বলেন, মাঝখান থেকে আমাদের ছোট্ট মেয়েটা কষ্ট পাচ্ছে। ওর ছেলেবেলা নষ্ট হয়ে যাচ্ছে।

অভিনেত্রী চারু এখন অনলাইন পোশাক বিক্রেতা। এ বিষয়ে কী মত রাজীবের? এতে কি কোনোভাবে সেন পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে?—এমন প্রশ্নেরও জবাব দেন সুস্মিতার ভাই। অভিনেতা বলেন, চারু পরিশ্রম করে উপার্জন করছে। দেখে খুব ভালো লাগছে। তিনি বলেন, চারু কিন্তু এর আগে তার ভাই ও ভাইয়ের স্ত্রীকে নিয়ে প্রমোদতরীতে ভ্রমণ করতে গিয়েছিলেন। সেই সময়ে তিনজনের খরচ একা দিয়েছিলেন চারুই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন