English

24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

চারটি কম্বল জড়িয়ে দেওয়ার পরও ঠকঠক করে কাঁপছিলাম: মনিরা মিঠু

- Advertisements -

প্রসূন রহমান পরিচালিত সিনেমা ‘ঢাকা ড্রিম’। নির্মাণ কাজ শুরুর পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। আগামী ২২ অক্টোবর ঢাকার সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এ তালিকায় রয়েছে—স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপ।

প্রসূন রহমান বলেন—‘‘আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছি ‘ঢাকা ড্রিম’। পাশাপাশি কিছু সিঙ্গেল স্ক্রিনের বিষয়টিও পরিকল্পনায় রেখেছি। আশা করছি, দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বৃদ্ধি পাবে।’’

চলচ্চিত্রটির শুটিং করতে গিয়ে অনেক কষ্ট করেছেন মনিরা মিঠু। সেই স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের জন‌্য ভীষণ কষ্ট করতে হয়েছে। মানিকগঞ্জে শুটিং চলাকালে শৈত‌্য প্রবাহ চলছিল। কনকনে শীত। সারা রাত আমরা একটি গানের শুটিং করি। ভোর ৬টায় শুটিং শেষ হয়। শুটিং শেষে যখন মাইক্রোতে উঠি, তখন আমাকে তিনচারটে কম্বল জড়িয়ে দেওয়া হয়। তারপরও ঠকঠক করে কাঁপছিলাম।’

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল প্রমুখ।

২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। চলতি বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। ৮ অক্টোবর মুক্তি পায় ট্রেইলার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন