চলতি সপ্তাহে ‘কফি উইথ করণ সিজন ৮’-এ অতিথি হয়ে আসছেন দুই বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান এবং নীতু কাপুর। সেই পর্বের প্রোমোও এসেছে প্রকাশ্যে। যেখানে পরিবার ও নিজের সম্পর্কে বেশ কিছু ‘সিক্রেট’ শেয়ার করেছেন নীতু কাপুর ।
এই শো-তে হাজির হয়েই ঋষি কাপুরের স্ত্রী জানালেন, চাচা শ্বশুর শশী কাপুরকে বেশ পছন্দ ছিল তার। রীতিমতো ‘ক্রাশ’ ছিল এই অভিনেত্রীর। যা শুনে বেশ চমকে ওঠেন সঞ্চালক করণ জোহর।
সত্তর-আশির দশকে বলিউডের ডাকসাইট সুন্দরী ছিলেন নীতু কাপুর। অনেকেরই হৃদয়ের রাণী ছিলেন তিনি। কিন্তু নীতু কেবল মন দিয়েছিলেন অভিনেতা ঋষি কাপুরকে। নিজের স্বামীর বাইরেও নাকি আরও একজনকে বেশ পছন্দ ছিল তার। সেটা আর কেউ নন, খোদ তারই চাচা শ্বশুর।
করণের শো-তে প্রকাশ্যেই বলে দেন সেই কথা। ওই এপিসোডে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, ‘ক্রাশ ছিল কেউ?’ জবাবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীতু বলে ফেলেন, ‘হ্যাঁ। শশী কাপুর। কী নিদারুণ সুন্দর।’
এটা শুনেই চমকে ওঠেন করণ জোহর। পাল্টা প্রশ্ন করেন, ‘সে না আপনার চাচা শ্বশুর?’ নীতুর সহজ স্বীকারোক্তি, ‘এতটুকু হতেই পারে।’