অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী ক্লোরিস লিচম্যান (৯৪) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার (২৭ জানুয়ারি) ক্লোরিস লিচম্যানের মুখপাত্র মনিক মস এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, লিচম্যান ঘুমের মধ্যে মারা গেছেন। তার মৃত্যুর সময়টা মেয়ে দিনাহ এংলুন্ড পাশে ছিলেন।
লিচম্যান ছিলেন একজন সফল কমেডিয়ান। টেলিভিশন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সিনেমাতেও সফল তিনি। লিচম্যান ছিলেন ইতিহাস তৈরিকারী একজন অভিনেত্রী। ৯ বার তিনি এমি অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়া ১৯৭২ সালে ‘দ্য লাস্ট পিকচার শো’তে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নেন অভিনেত্রী ক্লোরিস লিচম্যান।