নাসিম রুমি: ২০২৩ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খান দিয়েছেন বছরের তিনটি হিট সিনেমা। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। নতুন বছরেও রয়েছে তার বড় পরিকল্পনা। ২০২৪ সালেও তিনটি ব্লকবাস্টারের ঘোষণা দেবেন বাদশা। তারপর একে একে শুরু করবেন সেগুলির শ্যুট।
বছরের প্রথম মাসেই শাহরুখের নতুন তিনটি সিনেমার ঘোষণা আসতে পারে।
‘ইন্ডাস্ট্রির সবাই অপেক্ষা করছেন শাহরুখের পরের পদক্ষেপ জানার জন্য। তিনি চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করছেন না। তার হাতে কিছু স্ক্রিপ্ট আছে। ছুটি কাটিয়ে ফিরে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা তার।
তিনি কী করতে চান সেটা নিয়ে বসবেন এবং ভেবে সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয় নিশ্চিত যে তিনি ২০২৪ এর প্রথম মাসে তিনটি সিনেমা ঘোষণা দেবেন এবং সেগুলোর কাজ শুরু করবেন। তিনি নতুন কিছু করতে চান এবং দর্শকদের চমকে দিতে চান।’
গত বছরের শুরুতে শাহরুখ ‘পাঠান’ দিয়ে বক্স অফিস জয় করেছেন। সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার। এরপর ‘জওয়ান’, আর বছরের শেষে ‘ডানকি’র মতো হিট সিনেমা দিয়ে ‘কিং খান’ এখন আছেন ফুরফুরে মেজাজে।