English

25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

চলচ্চিত্র শিল্পীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার

- Advertisements -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীদের দুঃসময়ে সবসময় পাশে দাঁড়িয়েছেন। এবার চলচ্চিত্রের ৫০০ জন শিল্পীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন তিনি। আজ শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এই উপহার সামগ্রী শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জায়েদ খান জানান, ‘করোনাকালীন মানুষের জীবন প্রায় দুর্বিসহ। আমাদের সিনেমার কার্যক্রম বন্ধপ্রায়। ঠিক এই সময় আমরা উপহার পেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই মাননীয় ত্রাণ মন্ত্রীকে।’

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় শিল্পীদের সংকটে এবং অনেক শিল্পীর চিকিৎসা ও আর্থিক সংকটে অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এবার করোনাকালীন অসচ্ছল শিল্পীদের জন্য উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন