English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্র পরিচালনায় চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা

- Advertisements -

সালাম মাহমুদ: জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা এবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন ।তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র “ অন্তরে বাহিরে”। এ চলচ্চিত্রে অভিনয় করবেন একজোড়া নতুন মূখ। চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকা বরেণ্য চলচ্চিত্রকার শেখ নেয়ামত আলীর “আমি নারী” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে সম্পৃক্ত হন।

১৯৯৭ সালে ওস্তাদ জাহাঙ্গীর আলম এর সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রের মাধ্যমে বানিজ্যিক চলচ্চিত্রের নায়িকা হিসেবে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।সুন্দরী মিস বাংলাদেশ চলচ্চিত্রে রাকার বিপরিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন।এরপর চিত্রনায়িকা রাকা অভিনয় করেন কুংফু নায়ক, পেশাদার খুনী, নীল নকসা, ওস্তাদ এর ওস্তাদ, ডাইরেক্ট এ্যাকশন, জলন্ত বিস্ফোরন, লাল চোখ, লোহার শিকল, মরন নিশান, ক্যাপ্টেন মারুফ, পিতা পুত্রের গল্প, অসান্ত ভালোবাসাসহ অনেক চলচ্চিত্রে। এসকল চলচ্চিত্রে চিত্রনায়িকা মাসুকা নাসরীন রাকার বিপরিতে অভনয় করেন ইলিয়াস কাঞ্চন,রুবেল,ওস্তাদ জাহাঙ্গীর আলম, কাজী মারুফ, আসাদুজ্জান নূর, আলেকজান্ডার বো প্রমূখ।

শীঘ্রই তিনি ওস্তাদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় ডিজিটাল প্রেম চলচ্চিত্রের মাধ্যমে আবার চলচ্চিত্র অভিনয়ে ফিরবেন। চিত্রনায়িকা রাকা ১৯৯১ সালে মমতাজ উদ্দিন আহমেদের থিয়েটার (আরামবাগ) এর মাধ্যমে গ্রুপ থিয়েটারভিত্তিক নাট্য চর্চায় যুক্ত হন। থিয়েটারের প্রযোজনা সাতঘাটের কানাকড়ি, কাজী নজরুল ইসলামের রাক্ষসী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা ও রূপভান নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক নাটক তথাপি, মাটির মায়া, আপন নিবাস, অতন্ত্র প্রহরী নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। বিটিভির সাপ্তাহিক নাটক আমরা দুটি ভাই কোথাও ক্ষরণসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেন। এছাড়া বেশকিছু প্যাকেজ নাটকে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় মার্শাল আর্ট ভিত্তিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। টেলিভিশন ও চলচ্চিত্র অভিনয়ে সফলতার পর এবার তিনি চলচ্চিত্র পরিচালনায় আসছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন