চলচ্চিত্র পরিচালক-প্রযোজক, চিত্রসম্পাদক সৈয়দ মোহাম্মদ আউয়াল-এর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৩ সালের ২৫ জানুয়ারী, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। প্রয়াত এই গুণী মানুষটির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
সৈয়দ মোহাম্মদ আউয়াল ১৯৩৬ সালের ১০ আগস্ট, কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত, ফতেহ লোহানী পরিচালিত ‘আসিয়া’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করার মাধ্যমে তিনি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হন। এহতেশাম, মুস্তাফিজ এবং ওবায়েদ-উল হকের সাথেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
সৈয়দ মোহাম্মদ আউয়াল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গুনাই বিবি’ মুক্তিপায় ১৯৬৬ সালে। তাঁর পরিচালিত অন্যান্য ছবি,
‘বালা’ (যৌথভাবে শিবলি সাদিকের সাথে), ‘অপরিচিতা’, ‘অন্তরঙ্গ’ ও ‘দুবাইওয়ালা’।
সৈয়দ মোহাম্মদ আউয়াল একজন চলচ্চিত্র সম্পাদকও। তিনি সম্পাদনার কাজ শিখেছেন আশুঘোষ, প্রণব মুখার্জী ও বশীর হোসেনের কাছ থেকে। তিনি যেসব চলচ্চিত্র সম্পাদনা করেছেন তারমধ্যে, ‘বাজিমাৎ’, ‘পাগলা রাজা’, ‘সুন্দরী’, ‘জোকার’, ‘সুখে থাকো’, ‘মৌচোর’, ‘ভালো মানুষ’, ‘কলমীলতা’, ‘দেবদাস’, ‘তালাক’, ‘বদনাম’, ‘অভিযান’, ‘সৎভাই’, ‘তওবা’, ‘চাঁপাডাঙার বউ’, ‘মরণের পরপ’, ‘সন্তান যখন শত্রু’ প্রভৃতি।
চলচ্চিত্র সম্পাদনায় তিনি, তিনবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে বাচসা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
‘ভালো মানুষ’, ‘চাঁপাডাঙার বউ’ ও ‘সন্তান যখন শত্রু’ চলচ্চিত্রের জন্য তিনি এই পুরস্কার পান।
সৈয়দ মোহাম্মদ আউয়াল একজন নৃত্যশিল্পী ও নাট্যাভিনেতা হিসেবেও বেশ পরিচিত ছিলেন।
সৈয়দ মোহাম্মদ আউয়াল তাঁর কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে।