এ কে আজাদ: এম এম সরকার। চলচ্চিত্র পরিচালক। ত্রিশটির মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন। একজন সফল চিত্রপরিচালক বলা যায় তাঁকে। তাঁর নির্মিত বেশির ভাগ ছবিই ব্যবসাসফল হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে । একজন গুণী নির্মাতা হিসেবে তাঁর সমাদর ছিল সর্বমহলে।
চলচ্চিত্র পরিচালক এম এম সরকার এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১১ সালের ২৯ ডিসেম্বর, ছবির শ্যুটিং চলাকালীন সময়েই হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। প্রয়াত এই গুণী চলচ্চিত্র পরিচালক এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই । তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
পরিচালক এম এম সরকার (মোহাম্মদ মান্নান সরকার) ১৯৫৫ সালের ৬ মে, সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
চলচ্চিত্রকার মোস্তফা আনোয়ারের সহযোগী হিসেবে চলচ্চিত্রে সম্পৃক্ত হয়েছিলেন এম এম সরকার।
১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নবাব’ ছবিটি নির্মাণের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
তাঁর পরিচালিত অন্যান্য চলচ্চিত্র- মর্যাদা, প্রতিদ্বন্দ্বী, আদেশ, প্রমাণ, শিকার, আত্মবিশ্বাস, অগ্নি তুফান, আমার অন্তরে তুমি, আলো আমার আলো, আতঙ্ক, অবলম্বন, তোমার আমার প্রেম, সাথী তুমি কার, অগ্নিস্বাক্ষর, অজানা শত্রু, চাওয়া থেকে পাওয়া, রূপসী রাজকন্যা, বিষাক্ত নাগিন, হিম্মত, গোপন আস্তানা, দোস্ত আমার, বাঘের বাচ্চা, নাইট ক্লাব, টাকার নেশা, ঘরে দুশমন, নাগ নাগিনীর স্বপ্ন, পাপের প্রায়শ্চিত্ত ও আত্মগোপন।
এম এম সরকার পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ‘আত্মগোপন’। ‘পাগল মানুষ’ ছবির কাজ চলাকালীন সময়েই হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ২০১৬ সালে ছবিটির কাজ শেষ করেন পরিচালক বদিউল আলম খোকন। এম এম সরকারের একসময়ের সহকারী ছিলেন তিনি।
চলচ্চিত্র পরিচালক এম এম সরকার অনন্তলোকে ভালো থাকুন- এই প্রার্থণা করি।