নাসিম রুমি: রুপালী পর্দার ‘মন্দ মানুষ’ হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন আহমেদ শরীফ। তার দাপুটে অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক। গত পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে যাচ্ছেন। ছয় বছর ধরে পরিবার নিয়ে আহমেদ শরীফ নিউ ইয়র্কে বসবাস করছেন।
সুযোগ পেলেই দেশে আসেন। গেল বছর ‘রাজকুমার’ সিনেমাতে অনবদ্য অভিনয় করে মুগ্ধ করেছেন বর্ষিয়ান এই অভিনেতা। সম্প্রতি দেশে ফিরে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় দীর্ঘ ক্যারিয়ারে বৈষম্যের শিকার হওয়ার কথাও জানিয়েছেন আহমেদ শরীফ।
আহমেদ শরীফ মনে করেন, শুধু চলচ্চিত্র না, সবাই জানে পুরো দেশের সব সেক্টরে বৈষম্য ছিল। এ কারণে ছাত্ররা আন্দোলন করেছিলেন।
”সব সেক্টরের মতো চলচ্চিত্রেও বৈষম্য ছিল। চলচ্চিত্রে আমার ৫৩ বছরে ৮৫০টি সিনেমা করেও আজীবন সম্মাননা পাইনি।”
তিনি বলেন,“চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম। এতগুলো বছরের ক্যারিয়ারে মনে হয় না আমার কম অবদান আছে। বাংলাদেশের মানুষকে গত ৫৩ বছরে আমি যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েছি। আমি যে ধরনের চরিত্র করেছি মানুষ সেটা সত্যি ভেবে আমাকে গালমন্দ করেছে। যদি না করতো তাহলে মনে করতাম আমি ব্যর্থ। অথচ অল্পকিছু কাজ করেও অনেকে আজীবন সম্মাননা পেয়েছেন। বৈষম্যটা আমার ঘাড়ে চেপেছে।