English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

চমক নিয়ে আসছেন মিথিলা

- Advertisements -

নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শিগগিরই ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি।

আগামী ২৯ মার্চ মুক্তি পেটে যাচ্ছে মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেছিলাম। তবে কাজটা করতে গিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে।

অভিনেত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। সেসময় অনেক ঠাণ্ডা পড়েছিল। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ভীষণ ভালো লাগছে।

‘ও অভাগিনী’ সিনেমায় মিথিলা ছাড়া আরও অভিনয় করেছেন— সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

প্রসঙ্গত, এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’। এ ছাড়াও আসন্ন ঈদে মুক্তি পাবে মিথিলা অভিনীত ‘কাজলরেখা’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন