বাংলাদেশের স্বনামখ্যাত সুর ও সঙ্গীত পরিচালক কাওসার হাসান বিপুল সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠা করেছেন “বার্ডরেকর্ড” নামক অডিও প্রোডাকশন ষ্টুডিও, যেখানে রয়েছে নতুন গান সৃষ্টির সকল সুযোগ-সুবিধার পাশাপাশি কমার্শিয়াল বা বিজ্ঞাপণের জিঙ্গেল, চলচ্চিত্র, টেলিফিল্ম, নাটকের সঙ্গীত ও আবহ সঙ্গীত সহ ডিজিটাল প্লাটফর্মে সঙ্গীত প্রকাশনার সবধরণের সুবিধা।
এই উপলক্ষে ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব কনফারেন্স হলে বেলা আড়াই টায় আয়োজন করা হয়েছে “মিটদ্যাপ্রেস” অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে ডিজিটালি অবমুক্ত করা হবে তাঁরই সুর ও সঙ্গীতে “দয়া” নামক ব্যান্ড মিক্সড এ্যালবাম, যেখানে দেশবরেণ্য পাঁচজন ব্যান্ড তারকা “আইয়ূববাচ্চু, পান্থকানাই, বাপ্পামজুমদার, নিপু এবং পঞ্চমের দুটি করে মোট ১০টি গান রয়েছে।
চট্টগ্রামের বার্ডরেকর্ড অডিও প্রোডাকশনের ব্যান্ড মিক্সড এ্যালবাম ‘দয়া’ ডিজিটালি অবমুক্ত শুক্রবার
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন