মঞ্চ, টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম ও বড়পর্দা সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন চঞ্চল চৌধুরী। তার জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়েছে অনেক আগেই।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিল দুই বাংলার প্রায় অর্ধশত তারকা। সেখানে একই মঞ্চে দেখা গেছে চঞ্চল ও শ্রীলেখাকে। শুধু তাই নয়, কাকতালীয়ভাবে তাদের পোশাকের রঙও মিলে গিয়েছিল।
অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন শ্রীলেখা। এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, এই ছবিটা কুছ কুছ হোতা হ্যায়। আমাদের একসঙ্গে প্লিজ কেউ কাস্টিং করো।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে শ্রীলেখার এই ছবি ও ছবির ক্যাপশন দেখা ধারণা করা যাচ্ছে, তিনি চঞ্চল চৌধুরী সঙ্গে অভিনয় করতে আগ্রহী। তাই দুই বাংলার নির্মাতাদের কাছে শ্রীলেখার এই অনুরোধ।
শুধু অভিনয় নয়, পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ পেয়েছে বিপুল ভালোবাসা এবং প্রশংসা। চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি। আর কিছু দিন আগে একটি বিজ্ঞাপন পরিচালনা করেছেন অভিনেত্রী।
অন্যদিকে, চঞ্চলও নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত। তার ঝুলিতে রয়েছে অনেক কাজ। পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাতেও প্রধান চরিত্রে রয়েছেন তিনি। এতে প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।