English

17 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

ঘরে থাকতে দিলো না: মাহিয়া মাহি

- Advertisements -

ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে খানিকটা রহস্য জমিয়ে রাখেন সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। তার সেসব স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘হাসিতে হইয়াছি পাগল, ঘরে থাকতে দিলো না।’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি।

যদিও মাহির স্ট্যাটাসের লাইনগুলো জনপ্রিয় ফোক গান ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’-এর অংশবিশেষ। তবে নায়িকা কার উদ্দেশে সেটি লিখেছেন তা স্পষ্ট করেননি।

অবশ্য এর আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মাহি জানান, ‘আমি লিখতে পছন্দ করি। একটা সুন্দর কথা মনে হলে সেটা লিখে রাখি। রোমান্টিক কথা লিখতে বেশি পছন্দ করি।’

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে।’ ত্রিভুজ প্রেমের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ইতোমধ্যে সিনেমাটির গান প্রকাশ্যে এসেছে। সেখানে মাহি-আদরের কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছে।

এদিকে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছেন না নায়িকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন