গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে সেরা নবাগত শিল্পীর পুরস্কার পেয়েছেন অলিভিয়া রদ্রিগো। মোট চার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন তিনি। ‘সাওর’ এর জন্য সেরা পপ ভোকাল অ্যালবাম এবং ‘ড্রাইভার লাইসেন্স’র জন্য সেরা পপ একক পারফরমেন্স ক্যাটাগরিতেও পুরস্কার পেয়েছেন ১৯ বছর বয়সী এ তারকা।
স্থানীয় সময় রবিবার রাতে বসে ৬৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর। এবারের আসরে অলিভিয়া ছাড়াও বড় বড় পুরস্কার বাগিয়েছে সিল্ক সনিক ( ব্রুনো মার্স ও আন্ডারসন পাক জুটি) ও জন বাতিস্তে।
বর্ষসেরা গানের পুরস্কার পেয়েছে ব্রুনো মার্স ও আন্ডারসন পাকের ‘লিভ দ্য ডোর ওপেন’। বর্ষসেরা রেকর্ডেরও পুরস্কারও পেয়েছে এ জুটি। বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছে জন বাতিস্তের ‘উই আর’। জন বাতিস্তে মোট ১১টি মনোনয়ন পেয়েছিলেন জিতেছেন ৫টি পুরস্কার।