English

25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

গোপনেই বাগদান করবেন বিজয়-রাশমিকা!

- Advertisements -

নাসিম রুমি: অনেকদিন থেকেই তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে চলছে নানা আলোচনা। এবার শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে নাকি ২০২৪ এর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান হবে এই জুটির।

হিন্দুস্তান টাইমস অব বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দান্নার মধ্যে বাগদানের ,পরিকল্পনা করেছেন তবে সবকিছুই হবে খুব গোপনে। একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে। আর তারপরই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ এসে রাশমিকা প্রসঙ্গে বিজয় জানিয়েছিলেন, ‘আমার কেরিয়ারের প্রথম দিকে আমরা দুটি সিনেমা একসঙ্গে করেছি। ও আমার সত্যি খুব প্রিয়, আমি ওকে পছন্দও করি। আমরা দুজন সত্যিই খুব ভালো বন্ধু।’

তবে বিজয় যতই রাশমিকাকে বন্ধু বলে দাবি করুক না কেন, অ্যানিম্যাল সিনেমার প্রচারে রণবীর কাপুর প্রকাশ্যেই মস্করা করেছিলেন দুজনের সম্পর্ককে ঘিরে।

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশমিকা-বিজয়। সেই থেকেই নাকি ঘনিষ্ঠতা।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা থেকেই ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের জুটি হয়েও প্রশংসায় ভেসেছেন।

রাশমিকা বর্তমানে ‘পুষ্পা টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের বিপরীতে। অন্যদিকে বিজয়কে দেখা যাবে ‘ফ্যামিলি স্টার’ ও ‘ভিডি ১২’ ছবিতে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন