English

26 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

গেম অব থ্রোনসের আমেজে সিনেমা, উত্তেজনা বাড়লো ট্রেলারে

- Advertisements -

হলিউডে ইতিহাস সৃষ্টিকারী সিরিজ ‌‘গেম অব থ্রোনস’। বহুকাল ধরে প্রচার হওয়া সিরিজটি বিশ্বজুড়ে দর্শকের কাছে তুমুল জনপ্রিয়। এর লেখক বা স্রষ্টা জর্জ আর.আর. মার্টিন। তারই লেখা আরেকটি গল্প নিয়ে এবার তৈরি হয়েছে অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা ‘ইন দ্য লস্ট ল্যান্ডস’। যার কারণে সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মধ্যে।

বিশেষ করে যারা ‘গেম অব থ্রোনস’ ভক্ত তারা মনে করছেন ‘ইন দ্য লস্ট ল্যান্ডস’ হতে যাচ্ছে মার্টিনের আরেকটি উপভোগ্য সৃষ্টি।

এরইমধ্যে ‘ইন দ্য লস্ট ল্যান্ডস’ ছবির প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। দেখা গেছে এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিল্লা জোভোভিচ। তার চরিত্রটি শক্তিশালী যাদুকরী গ্রে এলিসের। তার গাইড বয়েস চরিত্রে অভিনয় করেছেন ডেভ বাউটিস্টা। ছবিটি পরিচালনা করেছেন ‘রেসিডেন্ট এভিল’ নির্মাতা পল ডাব্লিউ.এস. অ্যান্ডারসন।

ট্রেলারটির শুরুতেই বয়েস তাদের এক বিপজ্জনক যাত্রার কথা জানিয়ে দেন। তাকে বলতে শোনা যায়, ‘যে পৃথিবী তুমি জানো, তা এক মহান যুদ্ধের আগুনে পুড়ে গেছে। এখন যা কিছু বাকি আছে, তা হল লস্ট ল্যান্ডস।’ তারপর তারা একের পর এক বিপদ ও ভুতুড়ে প্রাণির সঙ্গে লড়াই করে তাদের অভিযান এগিয়ে নিতে থাকেন। শেষ পর্যন্ত এক রহস্যময় প্রতিপক্ষের মুখোমুখি হন গ্রে এলিস ও তার সহযাত্রীরা।

ছবিতে অ্যাকশন থাকবে ভরপুর। রহস্য ও রোমাঞ্চে ভরা অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি ও নাটকীয় লড়াইয়ের বেশ কিছু দৃশ্য দেখা যাবে এতে। থাকবে অদ্ভূত ও ভয়ংকর সব প্রাণির উপস্থিতি। যার মধ্যে দুই মাথাওয়ালা সাপের একটি দৃশ্য দেখা গেছে ট্রেলারে।

অভিনেত্রী জোভোভিচ প্রথম ২০১৫ সালে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হন। তখন থেকেই প্রধান চরিত্রে তার অভিনয়ের জন্য আলোচনা চলছিল। জোভোভিচ এবং বাউটিস্টার সঙ্গে এ সিনেমায় আরও অভিনয় করেছেন আর্লি জোভার, আমারা অকেকে, ফ্রেজার জেমস এবং ডেইড্রি মুলিন্স।

‘ইন দ্য লস্ট ল্যান্ডস’ ছবিটি আসছে ৭ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেমা হলে মুক্তি পাবে। যুক্তরাজ্যের মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন