এ কে আজাদ: গুণী চিত্রসম্পাদক আতিকুর রহমান মল্লিক-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৭ সালের ৩০ মার্চ, হৃদরোগে আক্রান্ত হয়ে, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। প্রয়াত এই গুণি মানুষটির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ।
আতিকুর রহমান মল্লিক ১৯৪৫ সালের ১৯ অক্টোবর, ময়মনসিংহ জেলায়, জন্মগ্রহন করেন।
চিত্রসম্পাদক আলম কোরেশী ও বড় ভাই ফাহিমউদ্দিন মালিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি।
চিত্রসম্পাদক হিসেবে তাঁর প্রথম চলচ্চিত্র ‘সেয়ানা’ মুক্তিপায় ১৯৭৬ সালে, পরিচালক ছিলেন ফকরুল হাসান বৈরাগী।
আতিকুর রহমান মল্লিকের সম্পদনায় অন্যান্য ছবিগুলোর মধ্যে- মেঘের অনেক রং, রক্তশপথ, রূপালি সৈকতে, সীমানা পেরিয়ে, আশা, লালু ভূলু, শেষ পরিচয়, উজান ভাটি, নয়নের আলো, মান অভিমান, মিস ললিতা, গুনাই বিবি, নদের চাঁদ, নরম গরম, দেবদাস, এতিম, রাজা সাহেব, পুরস্কার, মাটির মানুষ, মালা বদল, তালা চাবি, সাহেব, মীমাংসা, হারানো সুর, রাজলক্ষী শ্রীকান্ত, দুই জীবন, সাজানো বাগান, আয়না মতি, ঘর আমার ঘর, ভাই ভাই, চাদনী রাতে, চোখে চোখে, জনমদুঃখী, আগুনের পরশমনি, স্বপ্নের ঠিকানা, অন্য জীবন, প্রিয়জন, গোলাগুলি, শ্রাবন মেঘের দিন, উত্তরের ক্ষেপ, দুই দুয়ারী, হাসন রাজা, চন্দ্রকথা, শাস্তি, সুভা, শ্যামল ছায়া, মেঘের পর মেঘ, অন্যতম উল্লেখযোগ্য ।
তিনি তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রথমবার ১৯৮৮-তে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক ‘দুই জীবন’ ছবি’র জন্য, দ্বিতীয়বার ১৯৯৫-তে শ্রেষ্ঠ চিত্রসম্পাদক, ছবি ‘অন্য জীবন’।
অত্যান্ত গুণি সৃজনশীল চিত্রসম্পাদক হিসেবে আতিকুর রহমান মল্লিকের অনেক নাম-ডাক ছিল চলচ্চিত্রাঙ্গনে। ৮০-৯০ দশকে অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি চলচ্চিত্র সম্পাদনায়।
চলচ্চিত্রবোদ্ধাদের প্রসংশায় ধন্য হয়েছেন সবময় । খ্যাতিমান অনেক চলচ্চিত্রকারের প্রিয় চিত্রসম্পাদক ছিলেন তিনি। চলচ্চিত্রাঙ্গনের সবার কাছে প্রিয় মানুষ ছিলেন আতিকুর রহমান মল্লিক। স্মৃতিতে অম্লাণ- প্রিয় মানুষ, প্রিয় চিত্রসম্পাদক আতিকুর রহমান মল্লিক।