নাসিম রুমি: প্রকাশ্যে স্বামী রণবীর সিংয়ের হাত ধরে গুঞ্জনের অবসান ঘটালেন দীপিকা পাড়ুকোন। তবে শুধু হাত ধরাধরি করেই ক্ষান্ত হননি, হাসিমুখে ক্যামেররা সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন এই তারকা দম্পতি।
দীপিকা-রণবীরকে ঘিরে গুঞ্জনের শুরুটা হয়েছিল গত সপ্তাহে। মুম্বাইয়ের একটি ক্রীড়া অনুষ্ঠানে গিয়েছিলেন দুজন। রণবীরের বাড়ানো হাত না ধরে দীপিকার এগিয়ে চলার একটি ভিডিও ভাইরাল হলে তাদের সম্পর্কের ছন্দপতনের গুঞ্জন ছড়ায়।
এখন ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ‘বলডট বলিউড’র আরেকটি ভিডিও দুজনের সম্পর্ক ঠিক থাকার ইঙ্গিত দিচ্ছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড গার্ডেনে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডি তারকারা, গিয়েছিলেন দীপিকা ও রণবীরও।
সেখানে মঞ্চে আলোকচিত্রীদের অনুরোধে দুজনে একসাথে ছবি তোলেন। সে সময় হাসিমুখে রণবীর ও দীপিকাকে ফিসফিসিয়ে কথা বলতে দেখা গেছে। ছবি তোলা শেষে সবার উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়ে হাত ধরে মঞ্চ ছেড়েছেন দুই নায়ক-নায়িকা।