English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

গুঞ্জনই সত্যি হলো: সংসার ভাঙছে তথাগত-দেবলীনার!

- Advertisements -

গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ভাঙতে চলেছে টলিউডের তথাগত ও দেবলীনার আট বছরের সংসার।

যদিও বিষয়টি নিয়ে দেবলীনা মুখ খুলতে চাননি। তার সাফ কথা, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।

অবশ্য তথাগত খোলাসা করলেন বিষয়টি। তিনি বলেন, এ বিষয়ে এখনই সরাসরি কিছু বলতে চাই না। তবে আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।

এই অভিনেতা ও পরিচালক জানান, আপাতত তিনি আগলে রাখছেন তার মা-বাবাকে। যাতে তাদের গায়ে অন্তত কোনো আঁচ না লাগে!

তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি।

২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন তথাগত-দেবলীনা। তাদের জুটি বরাবরই ছিল সবার প্রিয়। একে অপরের প্রতি তাদের ভালোবাসা একসময় ছিল আলোচনার বিষয়। আর সেই দাম্পত্য শেষপর্যন্ত আর টিকেনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন