না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রিটিশ কিংবদন্তি গিটারিস্ট জেফ বেক। হঠাৎ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সংক্রামিত হওয়ার পর গত মঙ্গলবার (১০ জানুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।
জেফের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘তার পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্টদের একজন হিসেবে ধরা হয় জেফ বেককে। শুধু পারফরম্যান্সেই নয়, সাইক রক এবং হেভি মেটালের মতো কঠিন ধারাগুলোর জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন তিনি। প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে গিটার হাতে তুলেই অন্য এক ভুবনে হারিয়ে যেতেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন জনি ডেপ, অ্যালিস কুপার, জো পেরি, এরিক ক্লাপটন, টমি হেনরিকসেন প্রমুখ।