English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

গায়ক আকবরের ফেসবুকে আবেগঘন পোস্ট

- Advertisements -

নাসিম রুমি: ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে পরিচিতি লাভ করেন শিল্পী আকবর। ‘ইত্যাদি’-এর মাধ্যমে উঠে আসা জনপ্রিয় এই শিল্পী গত বছরের ১৩ নভেম্বর না ফেরার দেশে চলে যান। মৃত্যুর পর আজ ২৯ আগস্ট প্রথম জন্মদিন এ গায়কের।

দিনটি ঘিরে আবেগঘন এক পোস্ট এসেছে আকবরের ফেসবুক প্রোফাইল থেকে। এই পোস্টটি করেন তার একমাত্র সন্তান অথৈ। বাবাকে নিয়ে তিনি লিখেছেন, ‘আব্বু খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া একা থাকতে আমার খুব কষ্ট হয়।

এখন প্রতিটা মুহূর্তে অনুভব করি তুমি আমার জীবনে কী ছিলে। তোমার ছোট ছোট পাগলামিগুলো খুব মিস করি আমি। আজ সকালে ঘুম থেকে উঠে কেউ বলেনি আমার গিফট কই। কেউ জানতে চাইনি আজ আম্মু কী কী স্পেশাল খাবার রান্না করেছে।

তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয়। তোমাকে ছাড়া সবকিছু কেমন যেন শূন্য শূন্য লাগে। খুব মিস করি তোমাকে।’

শিল্পী আকবরের শেষ সময়টা বেশ কষ্টে কেটেছে। কিডনি ও রক্ত সংক্রমণে তার পা কেটে ফেলতে হয়েছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ আকবরের চিকিৎসা বারডেম হাসপাতালে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চলছিল। ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ বছর বয়সে তিনি মারা যান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন