নাসিম রুমি: জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। আর সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় গান গেয়ে ভালোই জমিয়ে তোলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অপূর্বর গানে মুগ্ধ হলো ভক্তরা।
(৭নভেম্বর) দুপুরে অপূর্ব তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ হওযার পরপরই প্রশংসার সাগরে ভাসতে থাকেন অপূর্ব।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গেট টুগেদার অনুষ্ঠানে গানের আসর বসেছে। সেখানে গিটার বাজাচ্ছেন অভিনেত্রী নাদিয়ার স্বামী অভিনেতা ফারুক সোবাহান নাঈম।
গিটারে তোলা কর্ডের ছন্দে ছন্দে গান গাইছেন অভিনেতা অপূর্ব। জনপ্রিয় গায়ক আব্দুল জব্বারের গাওয়া বাংলা সিনেমা ‘সারেং বউ’-র গান ‘ওরে নীল দরিয়া’।
অপূর্ব গানটি এত সুন্দর করে গাইছিলেন যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিলেন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রেকর্ড করছিলেন এ সুন্দর মুহূর্তকে। সামাজিক মাধ্যমে এ ভিডিও আপলোড হওয়ার পর নেটিজেনদের মনে স্থান করে নিয়েছে এই গানটি।