নাসিম রুমি: দুই দিন ধরে এফডিসিতে চলছে ‘রাজকুমার’ চলচ্চিত্রের একটি গানের শুটিং। যেখানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে।
সামাজিকমাধ্যমের ঘুরছে ছবিগুলো, সঙ্গে হচ্ছে ঢালিউড সুপারস্টারের লুক নিয়ে আলোচনা।
বুধবার (৩১জানুয়ারি) সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার মেলার গানের শুটিং।
‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।
‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ।
সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা।
তিনি এর আগেও শাকিব খানের সিনেমার গানের কোরিওগ্রাফি করেছেন।
গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে মারপিটের শুটিং হয়। ঢাকার শুটিং শেষ করে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।
সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল কোর্টনি কফি।