মালয়েশিয়াতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ঐশ্বরিয়া রাই অভিনীত ‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির গায়িকা রক্ষিতা সুরেশ। এই মুহূর্তে মালয়েশিয়াতে রয়েছেন রক্ষিতা, সেখানেই গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন এই গায়িকা।
সামাজিক মাধ্যমের ইনস্টাগ্রামে এক পোস্টে রক্ষিতা জানান, রবিবার (৭ মে) এক ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সকালবেলা মালয়েশিয়া এয়ারপোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি এবং সেটি সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায়।
‘পোন্নিয়ান সেলভান ২’ ছবির কন্নড় ভার্সনে ‘কিরুনাঙ্গে’ এবং ‘বীরা রাজা বীরা’ গান দুটি গেয়েছেন রক্ষিতা। এ আর রহমানের সুরে ‘পোন্নিয়ান সেলভান’ ছবিতেও গান গেয়েছিলেন রক্ষিতা।
২০০৯ সালে রিয়েলিটি শো ‘লিটল স্টার সিঙ্গার’ জিতে খ্যাতির শীর্ষে উঠে আসেন রক্ষিতা, তারপর ২০১৫ সাল থেকে নিয়মিত প্লে-ব্যাক করছেন।