English

19 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

গল্প চুরির অভিযোগে আইনের মুখে ডিজনি

- Advertisements -

গল্প চুরির অভিযোগ উঠেছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা টু’র বিরুদ্ধে। এই অভিযোগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে।

বাক উডল নামের এক অ্যানিমেটর এই মামলা করেন বলে জানা গেছে। উডলের অভিযোগ- তিনি ‘বাকি’ নামের একটি অ্যানিমেশন সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। সেইখান থেকে ‘মোয়ানা টু’র গল্প টুকে নিয়েছে ডিজনি।

‘বাকি’ ও ‘মোয়ানা টু’ দুইটি গল্পই প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমিতে রচিত। দুই চিত্রানাট্যেই আছে কয়েকজন কিশোর কিশোরী তাদের মা-বাবার শাসন না মেনে নিজেদের আবাসস্থল বাঁচাতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় ঝাঁপিয়ে পড়ে।

‘মোয়ানা টু’র চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে ‘মোয়ানা টু’ বানানো হলেও পরে আরও কিছু কাজ করে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে ‘মোয়ানা’র সিকুয়েল হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৬ সালে আলোড়ন তোলে ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন ডলার। সিনেমায় দেখা যায় পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন মহাসমুদ্র পাড়ি দেয় ‘তে ফিতির’ নামক একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প।

এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকেরা। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘মোয়ানা ২’। মুক্তির পর ‘মোয়ানা টু’ও হলিউডে বক্স অফিসে আলোড়ন তোলে। সিনেমাটি প্রায় এক বিলিয়ন ডলার আয় করে বছরের চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে।
পাশাপাশি মনোনয়ন পেয়েছিল গোল্ডেন গ্লোবসে; নাম আছে অস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও। এর মধ্যে বিপদে পড়ল ডিজনির এই সিনেমাটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন