তারকাদের খ্যাতি যেমন রয়েছে, তেমনই রয়েছে খ্যাতির বিড়ম্বনাও। পান থেকে চুন খসলেই নেটিজেনরা শুরু করে দেন সমালোচনা। কখনও আবার ভুল হওয়ারও দরকার নেই। বিনা কারণেই শুরু হয়ে যায় কটূক্তি, বিদ্রুপ।
যেমন হলো সারা আলি খানের সঙ্গে। একদিকে সুশান্তের মৃত্যুর পর থেকে নেপোকিড হওয়ার বদৌলতে এবং সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার দাবিতে তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল । এ বার তাঁর ধর্মের কারণে ফের ট্রোলড হতে হল সাইফকন্যাকে ।
সারার বাবা সাইফ আলি খান ইসলাম ধর্মাবলম্বী । কিন্তু তা সত্ত্বেও প্রতি বছরের মতো এ বছরও গণেশ চতুর্থীর পুজায় অংশ নিয়েছিলেন সারা। আর এতেই ক্ষুব্ধ নেটিজেনরা ।
সারা গণেশ পূজার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া’ । এরপরেই নেটিজেনরা তাঁকে আক্রমণ করতে শুরু করেন, কেন একজন মুসলমান হয়ে গণেশের পুজো করেছেন তিনি।
তবে এর মধ্যেও কয়েকজন অবশ্য সারার পক্ষে দাঁড়িয়ে বলেন, সারা শুধুমাত্র একজন মুসলমান নন । তাঁর মা হিন্দু । তাই প্রতিটি ধর্মের উৎসবই তিনি সমানভাবে অংশ গ্রহণ করেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন