English

31 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
- Advertisement -

খল চরিত্রে আর অভিনয় করবোনা: ববি

- Advertisements -

নাসিম রুমি: লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’ বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান?

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ববি বলেন, আমি যে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পারি, তা আমি নিজেও জানতাম না। আমার ওপর আস্থা রেখেছিলেন প্রকাশ ঝা। যিনি আমাকে ‘আশ্রম’ সিরিজে নিরালা বাবার চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। চরিত্রটি মানুষের এতটাই ভালো লেগেছিল যে প্রত্যেকটি পর্ব দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকত।

‘অ্যানিমেল’ খ্যাত ববি বলেন, আমি বিগত বেশ কয়েক বছরে যে চরিত্রে অভিনয় করেছি, সেগুলির সবকটি আমার কম্ফোর্ট জোনের বাইরে ছিল। প্রথম প্রথম আমার ভীষণ লজ্জাবোধ হতো, মনে হত মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে। ‘অ্যানিমেল’ সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছিল, তবে সবশেষে যখন সকলে আমার চরিত্রটিকে ভীষণ পছন্দ করেন, তখন সেই অনুভূতি ব্যাখা করার মতো ছিল না।

অভিনেতা বলেন, আমায় ভিলেন চরিত্রে দেখে সবাই প্রশংসা করছে কারণ আমার অভিনয়ের জন্য এটা ঠিক। কিন্তু এবার মনে হচ্ছে আমি একই রকম চরিত্রে বারবার অভিনয় করে চলেছি। আমি এবার খলনায়কের চরিত্র থেকে সরে দাঁড়াতে চাই। আর খল চরিত্রে অভিনয় করবোনা। এমন নয় যে আমি প্রধান চরিত্রে অভিনয় করতে চাই কিন্তু এবার একটু অন্যরকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা আছে আমার।

লর্ড ববি আরও বলেন, আমি এখন এমন বয়সে পৌঁছে গেছি যে প্রধান চরিত্রে অভিনয় করা আমার প্রধান উদ্দেশ্য নয়। যে চরিত্রেই আমি অভিনয় করব সেই চরিত্রটি যেন মানুষের ভালো লাগে সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে একঘেয়ে চরিত্রে অভিনয় করার থেকে নিজেকে এবার দূরে রাখব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন