নাসিম রুমি: বলিউড বাদশাহ হয়েও তিনি বিয়েবাড়িতে নাচেন। স্টেজে উঠে হাসির রস জোগান। বিজ্ঞাপনেও প্রায়ই দেখা মেলে কিং খান শাহরুখকে। বড় তারকা হওয়ায় তাঁকে অনুসরণ করেন কোটি ভক্ত। তাঁর বক্তব্যকে জীবনের সঙ্গে মিলিয়ে প্রভাবিত হয় মানুষ। সেই শাহরুখ খানের বিজ্ঞাপন অথবা সিনেমায় বিশেষ বার্তা থাকবে সেটাই প্রত্যাশা করেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু শাহরুখ যখন কোমল পানীয়র বিজ্ঞাপন করেন, সেটিও দৃষ্টিকটু। একসময় এ ধরনের বিজ্ঞাপন করে সমালোচিত হয়েছেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে সপাটে তার জবাবও দেন কিং খান।
শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল, কেন ক্ষতিকর দ্রব্যেরও প্রচার ও বিজ্ঞাপন করেন তারকারা? আর এত বড় মাপের তারকা হয়ে তিনি কেন এমন বিজ্ঞাপন করেছেন? জবাবে শাহরুখও পাল্টা প্রশ্ন রাখেন। তিনি বলেন, এই জিনিসগুলো এতই যখন খারাপ, তা হলে কেন বাজারে আছে, কেন নিষিদ্ধ করা হচ্ছে না?
শাহরুখ খান আরও বলেন, ‘আমি তো কর্তৃপক্ষকে বলব, এগুলো যেন নিষিদ্ধ করে দেওয়া হয়। দেশে এগুলো বিক্রি হতে দেবেন না। আপনারা যদি মনে করেন, বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খারাপ, তা হলে নিষিদ্ধ করে দিন। ধূমপান তো খারাপ, তা হলে কেন এখনো সিগারেটের উৎপাদন বন্ধ হচ্ছে না? ঠান্ডা কোমল পানীয় যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, তা হলে সেটার উৎপাদনও বন্ধ করে দেওয়া হোক।’
এতই যখন বিষাক্ত, ভারতে এর উৎপাদন বন্ধ করা হোক বলেও মন্তব্য করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
এবারের নতুন বছরটিও ভারতের শীর্ষ ধনকুবের আম্বানি পরিবারের সঙ্গে গুজরাটের জামনগরে উদ্যাপন করেছেন শাহরুখ খান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং ছোট সন্তান আবরাম খান।